নিখোঁজ মরিগাঁওয়ের পলাশজুড়ি গ্রামের তিন সন্তানের মা

মরিগাঁও (অসম), ২০ আগস্ট (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত বরসলা পুলিশ ফাঁড়ির অধীন পলাশজুড়ি গ্রামের জনৈক গৃহবধূ আচমকা নিখোঁজ হয়ে গেছেন। তিন সন্তানের মায়ের নিখোঁজ হওয়ার ঘটনার গোটা গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ১৬ আগস্ট শেওয়ালি কোঁওর নামের তিন সন্তানের মা ব্যাংক থেকে টাকা তুলতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এর পর থেকে তাঁর সন্ধান নেই। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে বরসলা পুলিশ ফাঁড়িতে শেওয়ালি কোঁওরের নিখোঁজ সংক্রা্ন্ত এফআইআর দাখিল করেছেন বলে জানিয়েছেন। তাঁদের আবেদন, যদি কোনও সদাশয় ব্যক্তি গৃহবধূ শেওয়ালির সন্ধান পান তা-হলে সংশ্লিষ্টরা যেন ৯৩৯৫৪৪২৮৯১ নম্বরে যোগাযোগ করেন।