লাদাখে দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধামন্ত্রীর

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.) : লাদাখে দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় সেনার একটি গাড়ি। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শনিবার রাতেই প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এ নিয়ে টুইট করা হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রমুখ। মৃত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনা শোক প্রকাশ করেছেন তাঁরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনার একটি ট্রাক পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গভীর খাতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
সেনা সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে। কিয়ারি নামের একটি জায়গায়। যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।