কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : শনিবার কলকাতা পুরসভার অধিবেশনের দিন বিজেপি এবং তৃণমূল খাউন্সিলারদের দুপক্ষের মধ্যে ব্যাপক তর্ক ও ধ্বস্তাধ্বস্তি হয়। ফুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বুলডোজার দিয়ে কলকাতাতেই এক বিজেপি নেতার দখলকৃত ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদ জানাতে এদিন বিজেপি কাউন্সিলাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তৃণমূল কাউন্সিলারদের একাংশের অভিযোগ, এই সমাবেশে কিছু বহিরাগত আছেন। সমাবেশ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এর পরেই দুপক্ষের মধ্যে তর্ক, ধাক্কাধাক্কি শুরু হয়।
পুরসভার চেয়ারম্যান তথা সাংসদ মালা রায় পরে সাংবাদিকদের বলেন, বিজেপি-র সঙ্গে ওদের রক্ষী ছিল। ভিতরে ঢুকে আমাদের মহিলাদের গায়ে ওরা হাত দিয়েছে। এটা অশালীন এবং অসাংবিধানিক। আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব। অন্যদিকে, বিজেপি-র মীনাদেবী পুরোহিত এবং সজল ঘোষ দাবি করেন, বুলডোজার দিয়ে বেছে বেছে বিজেপি নেতার সম্পত্তি ভাঙার প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে বাইরের কেউ ছিল না।