রাখাল শিল্ডের মহারন আজ মুখোমুখি রামকৃষ্ণ – এগিয়ে চল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।।স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবার অপেক্ষায়। হ্যাঁ, রাখাল শিল্ডে শিরোপা দখল করতে মুখিয়ে রয়েছে রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব রামকৃষ্ণ। খেলাধুলার জগতে অতি পরিচিত একটি নাম এই  রামকৃষ্ণ ক্লাব। একই সঙ্গে সামাজিকতাতে ও অনবদ্য সন্মান রয়েছে এই ক্লাবের প্রত্যেক সদস্য,সদস্যাদের। ৯০ এর দশকে শে বার রাখাল শিল্ডে ফাইনাল খেলেছিল এই ক্লাবের ফুটবলাররা। তবে শিরোপা অর্জন সম্ভব হয়নি। এবার কিন্তু এই সুযোগ অনেকটাই রয়েছে। ক্লাব কর্মকর্তা সহ এলাকাবাসী আশাবাদী এবার হয়তো রাখাল শিল্ডে শিরোপা দখল করবে রামকৃষ্ণ ক্লাব। দলের ফুটবলাররা কোচ কৌশিক রায়কে কথা দিয়েছেন, তারা ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটাই তুলে ধরবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ও ছাড়বে না তারা বিপক্ষকে। প্রতিপক্ষে এগিয়ে চলো সংঘ। এই নিয়ে ভাবনার কিছুই নেই। ছেলেরা গত ম্যাচের তুলনায় ফাইনাল ম্যাচে আরো ভালো খেলবে বলেই আশাবাদী কোচ কৌশিক রায়। ম্যাচে নামার পূর্বে শনিবার উমাকান্ত ময়দানে পড়ন্ত বিকেলে নিজেদের শেষ বারের মতো ঝালিয়ে নিলেন রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। প্র্যাকটিসে প্রত্যেক ফুটবলারকেই যথেস্ট সিরিয়াস দেখালো। চোট আঘাত জনিত কোনো সমস্যা নেই কারোরই। সবার লক্ষ্য একটাই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া রামকৃষ্ণ ক্লাবের হয়ে। ফাইনালে নতুন কোনো ফুটবলার দলের সঙ্গে যুক্ত হবে কিনা তা জানতে চাওয়া হলে কোচ কৌশিক রায় স্পস্ট ভাষায় জানিয়ে দিলেন, গত ম্যাচের উইনিং কম্বিনেশন তিনি ভাঙবেন না। সেমিফাইনালের সেট টিমই খেলবে ফাইনাল ম্যাচে। ফুটবলারদের যাতে কোনো ধরনের অসুবিধে না হয়, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রামকৃষ্ণ ক্লাবের অন্যতম এক কর্মকর্তা অমিত দেব। অমিত বাবু নিজের নাওয়া,খাওয়া ভুলে দলের জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন। একদিকে ওনার স্কুল তো অপরদিকে ক্লাবের দায়িত্ব সঙ্গে টি এফ এর সহ সভাপতির দায়িত্ব ও দারুন ভাবে সামলে চলেছেন অমিত দেব। তিনি ও ক্লাবের সবার মতো একই রকম আশাবাদী, এবছর হয়তো দল শিরোপা দখল করবেই। তিনি সহ ক্লাবের সবার  বহু বছরের অপেক্ষার অবসান হয় কিনা, তা ই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *