ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।।আবারও দাপট দেখালো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। দ্বিতীয় মাসিক উন্মুক্ত দাবা প্রতিযোগিতায়। ফ্লাওয়ার্স ক্লাবে অনুষ্ঠিত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শান্তিরবাজারের অগ্রজিৎ পাল। ৫ রাউন্ডের আসরে পুরো ৫ পয়েন্ট নিয়ে। মেট্রিক্স চেস আকাদেমি সহযোগিতায় এবারের আসরে অংশ নিয়েছে ৫৮ জন দাবাড়ু। বিকেলে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, ওনার সহধর্মিনী শিপ্রা কুন্ডু, মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা, সচিব মনোরাজ সরকার, ফ্লাওয়ার্স ক্লাবের সচিব কমলজিৎ সাহা এবং মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত। আসরে উন্মুক্ত বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করেন যথাক্রমে অগ্রজিৎ পাল, মেট্রিক্স চেস আকাদেমির পৃথ্বিরাজ সাহা, মেট্রিক্স চেস আকাদেমির অদ্রিজা দেবনাথ, রেহান চক্রবর্তী এবং মেট্রিক্স চেস আকাদেমির রাহুল রায়। এছাড়া অনূর্ধ্ব-৭ বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির শুভায়ন দাস, মেট্রিক্স চেস আকাদেমির কানিস্ক চৌধুরি, মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ, অক্সিতা সাহা, মেট্রিক্স চেস আকাদেমির অবান্তিকা চক্রবর্তী, অনূর্ধ্ব-৯ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির অন্তরীপ আচার্য, আয়ুশ্মান ভৌমিক,উদয় দেব, বর্ষা পাল, দেহান ভৌমিক, অনূর্ধ্ব-১১ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির সিদ্ধার্থ মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির অয়ন্তিকা দেব, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির ধীময় চক্রবর্তী,মেট্রিক্স চেস আকাদেমির তমজিৎ সাহা, অনূর্ধ্ব-১৩ বিভাগে সমাদ্রিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির উর্মি সাহা, অবন্তিকা রায়, নীলান্ত কর্মকার এবং হিমাশ্রী শর্মা। সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পায় মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ। এদিকে উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় খুশি আসরে অংশ নেওয়া প্রতিটি দাবাড়ু এবং তঁাদের অভিভাবকরা। আগামীদিনেও ওই আসর বজায় থাকবে জানান মহকুমা দাবা সংস্থার সভাপতি।
2023-08-19