বৈষ্ণবনগর, ১৯ আগস্ট (হি. স.) : মালদা জেলার বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের জয়েনপুর গ্রামে আমবাগান থেকে উদ্ধার হল প্রচুর বোমা। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে । শনিবার বোমাগুলি উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।
জয়েনপুর গ্রামের সিদ্দিক মাস্টারপাড়া এলাকায় একটি আমবাগানে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। কাছে গিয়ে তাঁরা দেখেন, ব্যাগগুলিতে বোমা ভর্তি রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। পুলিশ ও বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে। বিকেলে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১১টি বোমা উদ্ধার হয়েছে। তারমধ্যে আটটি কৌটো বোমা ও তিনটি প্লাস্টিকের বল বোমা রয়েছে। কোথা থেকে এত সংখ্যক বোমা এল, সেগুলি এলাকায় কারাই বা রেখে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।