ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।।
সেমি ফাইনালে উঠলো নিউ তুইকর্মা। পরাজিত করলো এফ সি কাটচানকে। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হয় ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার সুব মোর্চার সহযোগিতায়। শুক্রবার ম্যাচের শুরু থেকেই নিউ তুইকর্মা দলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচে নিউ তুইকর্মা জয়লাভ করে ৫-৩ গোলে। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক সহ ৪ গোল করেন রাহুল চাকমা। দলের পক্ষে অপর গোলটি করেন রাথেন। বিজীত দলের পক্ষে গলকি মারাক, বিলটের মারাক এবং রমেন মারাক গোল করেন। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্লেক পেন্থার খেলবে জে সি বি সাউথের বিরুদ্ধে।
2023-08-18