কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধের জেরে তীব্র যানজটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল গোটা রাস্তা। শুক্রবার এই পরিস্থিতিতে অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়ালেন পথচারীরা।
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক সমাজ এবং রূপান্তরকামীদের মিছিল বেরিয়েছিল। সন্ধ্যায় ওই তিনটি মিছিলই যাদবপুর থানার মোড়ে এসে পৌঁছয়। সেখানে বিক্ষোভকারীদের অনেকেই রাস্তায় বসে পড়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিন মিছিলের জেরে চারদিক অবরুদ্ধ হয়ে ব্যাহত হয় যান চলাচল।
স্থানীয় সূ্ত্রে খবর, দীর্ঘ ক্ষণ পথ আটকে বিক্ষোভ চলায় ঢাকুরিয়া পর্যন্ত যানজট তৈরি হয়। এর জেরে ক্ষুব্ধ হন নিত্যযাত্রীরা। অফিস থেকে বাড়ি ফেরার পথে যানজটের জেরে নাকানিচোবানি খেতে হয় তাঁদের। অভিযোগ, অ্যাম্বুল্যান্সের মতো গাড়িও ছাড়তে রাজি হননি অবরোধকারীরা। এর পরেই বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়েও পড়েন নিত্যযাত্রী এবং পথচারীরা।
পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে খোলা হয় অবরুদ্ধ হয়ে থাকা রাস্তার কিছু অংশ। ঢাকুরিয়ার দিক থেকে যাদবপুরের দিকে যাওয়া গাড়িগুলিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ইএম বাইপাস থেকে প্রিন্স আনওয়ার শাহ রোডের দিকে যাওয়া গাড়িগুলিকেও একে একে ছাড়া হচ্ছে। তবে অবরোধমুক্ত নয় ওই এলাকা।