শিশু চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়েট্রিক্স এর বিশেষ সম্মানে ভূষিত হলেন রাজ্যের বিশিষ্ট শিশু চিকিৎসক ডঃ বিকাশ রায়। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে এসে চিকিৎসা ক্ষেত্রে এবং সমাজে বিশেষ অবদানের জন্য তার কর্মযজ্ঞকে স্বীকৃতি দিল ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়েট্রিক্স। জীবনের ৮৫ তম বর্ষে এসে এই স্বীকৃতি পেয়ে আপ্লুত ডঃ বিকাশ রায়। তিনি বলেন জীবনে কয়েক লক্ষ শিশুর চিকিৎসা করেছি হাসপাতালের ভেতরে ও বাইরে। এছাড়াও পথশিশু, পরিত্যক্ত শিশু,শিশুশ্রমিক তাদের প্রত্যেকের শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে বহু কাজ করেছি। তার ফলশ্রুতি হিসেবে বহু পুরস্কারও পেয়েছি। তিনি জানান আমৃত্যু তিনি এভাবেই শিশুদের চিকিৎসার কাজে নিজেকে নিয়োজিত করে রাখতে চান।
উল্লেখ্য, ডঃ বিকাশ রায় রাজ্যের একজন বিশিষ্ট শিশু চিকিৎসক হওয়ার পাশাপাশি ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত আইজিএম হাসপাতালে মেডিকেল সুপার এবং ১৯৯৬ সাল থেকে ৯৮ সাল পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার প্রশাসনিক দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সালে চাকুরী থেকে অবসর নেবার পর তিনি পুরো দমে শিশু কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। শিশুদের শারীরিক এবং মানসিক সঠিক বিকাশের জন্য একাধিক বই লিখেছেন তিনি। দীর্ঘ কুড়ি বছর রামকৃষ্ণ মিশনে অবৈতনিকভাবে কাজ করে গেছেন তিনি। তার এই কর্মদক্ষতার দরুন ২০১৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কর্তৃক রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন তিনি। পাশাপাশি তিনি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়েট্রিক্স থেকে ফেলোশিপ পেয়েছেন। এছাড়াও একজন প্রতিষ্ঠিত শিশু চিকিৎসক হিসেবে বহু সম্মান রয়েছে তার ঝুলিতে।