জলপাইগুড়ি, ১৭ আগস্ট (হি. স.) : শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকা থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার বিকেলে পুলিশ দেহ উদ্ধার করে । তবে বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে রাস্তার ধারে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি এনজেপি থানার পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এনজেপি থানার পুলিশ মৃতদেহ শনাক্ত করতে শুরু করেছে।