মানকাচরে প্রসাধনী দোকানে পুলিশি হানা, বাজেয়াপ্ত বিপুল পরিমণের মাদকদ্রব্য, গ্রেফতার এক

দক্ষিণ শালমারা (অসম), ১৭ আগস্ট (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলা সদর মানকাচরে এক প্রসাধনী দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণের মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল বুধবার রাতে মানকাচরের ঝগড়ারচরে একটি প্রসাধনী দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ ১,১৪০টি মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে ওই দোকান থেকে। মাদক কারবারে জড়িত অভিযোগে পুলিশ সাইফুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্ৰেফতার করেছে।

জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ঝগড়ারচরের সাইফুল ইসলামকে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মানকাচর জেলা পুলিশ গ্রেফতার করেছে। মাদক কারবার সম্পর্কে আরও তথ্য জানতে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।