নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): শুধুমাত্র নাম নয়, নিজের কাজের জন্য পরিচিত নেহরুজি। এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।” লাদাখের লেহ যাওয়ার প্রাক্কালে বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “শুধুমাত্র নাম নয়, নিজের কাজের জন্য পরিচিত নেহরুজি।” আসলে দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম বদল নিয়ে এদিন রাহুল গান্ধীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, তাতেই এই উত্তর দেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী।
উল্লেখ্য, দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে গত ১৪ আগস্ট থেকে, এখন থেকে প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি নামেই এটি পরিচিত হবে। এই নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব।