দুর্গাপুর, ১৭ আগস্ট (হি. স.) মাধাইপুর কোলিয়ারিতে ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল ৪ দুস্কৃতি। উদ্ধার হয়েছে ঘটনায় ব্যাবহৃত দুটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সামসুদ্দীন মিঞা, অসিত নন্দ, প্রশান্ত নন্দ ও শান্তি ঘোষ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাদের জামিন খারিজ করে দেন।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত্রে দুর্গাপুর- ফরিদপুর ব্লকে ইসিএলের মাধাইপুর লস্করবাঁধ কোলিয়ারিতে সশস্ত্র দুষ্কৃতিদল হানা দেয় বলে অভিযোগ। রাত পৌনে দুটো নাগাদ জনা কুড়ি দুস্কৃতিদলটি কোলিয়ারিতে ঢুকে নিরাপত্তারক্ষীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গার্ড রুমে আটকে রাখে। দুস্কৃতিদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। ওইসময় কোলিয়ারিতে হাতে গোনা ১০ কর্মী ছিল। তাদেরকে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে দুস্কৃতিরা অবাধে লুটপাট চালায় কোলিয়ারির গোডাউনে।
অভিযোগ, আনুমানিক ৪ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে। ঘটনার খবর চাউর হতেই খনিকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার সকাল থেকে কোলিয়ারির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠন। তাদের দাবি কোলিয়ারির সুরক্ষা ব্যাবস্থ সুনিশ্চিত করুক ইসিএল। ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই একইরকমভাবে ওই কেলিয়ারিতে মূল্যবান কেবল তার ডাকাতি হয়েছে। স্বাভাবিকভাবে একের পর এক ডাকাতি ও চুরির ঘটনায় নিরাপত্তা ও কোলিয়ারির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে লাউদোহা থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। সামসুদ্দীন মিঞা, অসিত নন্দ, প্রশান্ত নন্দ লাউদোহার গোগলা এলাকার বাসিন্দা। এছাড়াও শান্তি ঘোষ লাউদোহার নতুনডাঙার বাসিন্দা।পুলিশ বুধবার রাত্রে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, “ধৃতদের ব্যাবহৃত দুটি গাড়ি আটক করা হয়েছে। ধৃতদের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”