বুধবার মিছিল করে ধনপুর ও বক্সনগর কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল দুই সিপিএম প্রার্থীর 

আগরতলা, ১৬ আগস্ট: রাজ্যের উপ নির্বাচনে বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের সিপিএমের দুই মনোনীত প্রার্থী মিজান হোসেন এবং কৌশিক চন্দ আজ রিটানিং অফিসারের কাছে  মনোনয়ন পত্র দাখিল করলেন।

এদিন রাজ্যের দুটি কেন্দ্রে সিপিএমের মনোনিত প্রার্থী সুবিশাল মিছিল সংগঠিত করে সোনামুড়ার রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।