লক্ষীপুর (অসম), ১৬ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার লক্ষ্মীপুর মারকুলিন থেকে বৃহৎ পরিমানে হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস । বুধবার দুপুরে এই অভিযান চালানো হয় ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে । লক্ষ্মীপুর পুলিশের সহযোগিতায় নিয়ে অভিযান চালানো হয় মারকুলিন এলাকায়। এরপর সূত্রের খবরের ভিত্তিতে নির্দিষ্ট বাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় বৃহৎ পরিমানের হেরোইন ।
আসাম রাইফেলস এবং পুলিশের তদন্তকারী দল বাড়িতে তল্লাশি করলে বাজেয়াপ্ত করে ১০ টি সাবান বাক্স । এরপর সেই বাক্স থেকে উদ্ধার হয় ১১৪.৯৩ গ্রাম হেরোইন । যার বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা।
আসাম রাইফেলস-এর এক আধিকারিক জানান, গ্রেড ওয়ান হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই বাড়ির মালিক মহিলা সহ দুইজনকে আটক করা হয় । এরপর এজাহার দায়ের করে লক্ষ্মীপুর পুলিশে হস্তান্তর করা হয় । পুলিশ মামলা রুজু করে তাদের গ্রেফতার করেছে ।
লক্ষ্মীপুর পুলিশের জনৈক আধিকারিক জানান, ধৃতদের ব্যক্তির মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হচ্ছে । পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে । ড্রাগস পাচারের ঘটনায় কে বা কাহারা জড়িত পুলিশ সেই দিকটা খতিয়ে দেখছে ।