৭৭ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে করিমগঞ্জ শহরে ‘তেরঙ্গা যাত্রা’ এনএসইউআই-এর

করিমগঞ্জ (অসম), ১৫ আগস্ট (হি.স.) : ৭৭-তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে এনএসইউআই-এর উদ্যোগে ‘তেরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জে। ৭৭ মিটার দৈর্ঘের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে আজ মঙ্গলবার করিমগঞ্জ শহর পরিক্রমা করেছেন ছাত্র সংগঠনের শতাধিক কর্মী-সদস্য।

মঙ্গলবার সকালে জেলা কংগ্রেসের সদর কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল ‘তেরঙ্গা যাত্রা’র সূচনা হয়। জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙ্গা যাত্রা’র কার্যক্রমকে কেন্দ্র করে সীমান্ত শহরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার ছিল। ছাত্র সংগঠন এনএসইউআই-এর নেতারা বলেন, স্বাধীনতা দিবসে দেশের মানুষকে আরও ঐক্যবদ্ধ করে তুলতেই তাঁদের এই উদ্যোগ। এদিন করিমগঞ্জে দেশের দীর্ঘ জাতীয় পতাকাকে মাথায় তুলে ‘তেরঙ্গা যাত্রা’ শহর পরিক্রমা করেছে।

‘তেরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করেন শুভম দাস, রত্নদীপ মজুমদার, করণ দাস পুরকায়স্থ, সন্দীপ নন্দী, কয়েস আহমেদ, ফুজেল আহমেদ, সুমন দাস, বিজয় ঘোষ, শুভজিত চক্রবর্তী, অভিরাজ দাস, জয়প্রকাশ দাস, মাসুম আহমেদ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *