”আজাদি কা অমৃত মহোৎসব” চলাকালীন সমগ্র দেশে দেশপ্রেমের অনুভূতি জাগানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী : অমিত শাহ

আহমেদাবাদ, ১৩ আগস্ট (হি.স.): গুজরাটের আহমেদাবাদে “তিরঙ্গা র‍্যালির” সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে আহমেদাবাদে “তিরঙ্গা র‍্যালির” সূচনা করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসব চলাকালীন সমগ্র দেশে দেশপ্রেমের অনুভূতি জাগানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদী।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “২০২৩-এর ১৫ আগস্ট ”আজাদি কা অমৃত মহোৎসব” সমাপ্ত, কিন্তু একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন ২০২৩-এর ১৫ আগস্ট থেকে ২০৪৭ সালের ১৫ আগস্ট পর্যন্ত, আমরা ”আজাদি কা অমৃত কাল” উদযাপন করব। স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত ভারতকে প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠ করার জন্য আমরা বছরের পর বছর প্রচেষ্টা চালাব।”