নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার খাড়গে অভিযোগ করেছেন, মোদী সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ”অসুস্থ” করে তুলেছে।
খাড়গে অভিযোগ করেছেন, এমনকি এইমস সুবিধাগুলিও ডাক্তার এবং কর্মীদের অভাবে ভুগছে। কংগ্রেস প্রধান আরও দাবি করেছেন, মানুষ জাগ্রত হয়েছে এবং মোদী সরকারের “বিদায়”-এর সময় এসেছে। তিনি একটি মিডিয়া রিপোর্টও উদ্ধৃত করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে দেশের ১৯টি এইমস-এ ডাক্তার এবং কর্মীদের অভাব দেখা দিয়েছে।