সাগর, ১২ আগস্ট (হি.স.): দরিদ্রদের কল্যাণ ও সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই আমাদের সরকারের অগ্রাধিকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “দলিত হোক অথবা অনগ্রসর কিংবা উপজাতি, আমাদের সরকার সকলকে যথাযথ সম্মান দিচ্ছে এবং তাঁদের নতুন সুযোগ দিচ্ছে।”
শনিবার মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাস মেমোরিয়াল স্থলে ‘ভূমিপূজন’ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সন্ত রবিদাস এই মন্দির। এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কোভিড মহামারীর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, গরীবদের ক্ষুধার্ত ঘুমাতে দেব না। আপনাদের ব্যথা বোঝার জন্য আমাকে বই খুঁজতে হবে না। আমরা ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ শুরু করেছি এবং ৮০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করেছি। এখন গোটা বিশ্ব আমাদের প্রচেষ্টার প্রশংসা করছে।” প্রধানমন্ত্রীর কথায়, “অমৃত কালে আমাদের দায়িত্ব হল, অতীত থেকে শিক্ষা নিয়ে ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।”