‘গদর ২’-র সাফল্যে সানি দেওলকে শুভেচ্ছা জানালেন সলমন

‘গদর ২’-র সাফল্যে সানি দেওলকে মন খুলে শুভেচ্ছা জানালেন বলিউডের ভাইজান সলমন খান । টুইটে শুভেচ্ছা জানিয়ে সানির উদ্দেশে সলমন লিখেছেন, “ওপেনিংয়ে চল্লিশ কোটির সমান ঢায় কিলো কা হাত। সানি পাজ্জি তুমি তো মেরে ফেললে। গদর ২-এর পুরো টিমকে শুভেচ্ছা।”

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টেক্কা দিতে না পারলেও তেইশের বক্সঅফিসে সলমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সানি দেওলের ‘গদর ২’ ! ওপেনিং ডে-তে ৪০ কোটি টাকা আয় করে সানির ‘গদর ২’ ইতিমধ্যেই বছরের সুপারহিট সিনেমার তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে ফেলেছে পয়লা দিনেই । টুইটে শুভেচ্ছা জানিয়ে ‘ঢায় কিলো কা হাত’-এর মালিকের উদ্দেশে ভাইজান লিখলেন, “ওপেনিংয়ে চল্লিশ কোটির সমান ঢায় কিলো কা হাত। সানি পাজ্জি তুমি তো মেরে ফেললে। গদর ২-এর পুরো টিমকে শুভেচ্ছা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *