আগরতলা,১০ আগস্ট : আজ সর্বসম্মতিক্রমে আগরতলা পুর নিগম এলাকার সার্বিক উন্নয়নের জন্য ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হয়। বাজেট পাশ হওয়ার পর মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের জানান মূলত নাগরিক পরিষেবাকে প্রাধান্য দিয়ে ও পরিকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে ৩৯৭ কোটি টাকার এই বাজেট পাশ হয়। তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার নেতৃত্বে গোটা রাজ্যের সঙ্গে উন্নয়নের নতুন ফলক স্পর্শ করবে আগরতলা পুর নিগম। বাজেট পাশ করার সময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ কর্পোরেটরগন ও আধিকারিকরা।
2023-08-10