দরং (অসম), ১০ আগস্ট (হি.স.) : দরং জেলার অন্তৰ্গত দলগাঁও বিধানসভা এলাকার বেসিমারি এলাকায় সংঘটিত ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক মোটর বাইক আরোহী। গুরুতর আহতকে বেসিমারি উন্নয়ন খণ্ড দফতরের কৰ্মচারী আব্দুল হক বলে পরিচয় পাওয়া গেছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দরং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা আজ বৃহস্পতিবার সকালে দলগাঁও থানাধীন ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। এদিন সকালে নিজের মোটর বাইকে করে আব্দুল হক তাঁর অফিসে যাচ্ছিলেন। অফিসের কাছেই দুরন্ত এএস ১৩ এসি ১২৫৩ নম্বরের একটি যাত্রীবাহী আল্ট্ৰা বাস আব্দুলের বাইকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান আব্দুল।
খবর পেয়ে কিছুক্ষণ পর অকুস্থলে পৌঁছে পুলিশ। তাঁরা রক্তাক্ত আব্দুল হককে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তা থেকে তুলে দরং হাসপাতালে পাঠায়৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।