আগরতলা,৯ আগস্ট: তিপরা মথা দলের পক্ষ থেকে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।এদিন পানিসাগর মহকুমা অন্তর্গত নোয়াগাং বাজার থেকে র্যালী করে বিভিন্ন পথ পরিক্রমা করেন তিপরা মথা দলের কর্মীরা।
এদিনের রেলিতে অংশগ্রহণ করেছেন জনজাতি সম্প্রদায়ের জনগণ।তাদের হাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছিল প্লেকার্ড।রেলির শেষে মনিপুরের ডাঙ্গায় মৃতদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়েছিল।
জয়সুম হলাম বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,ভারতবর্ষ ছাড়াও আরো ৯০ টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।মনিপুর রাজ্যের বিষয়ে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথা বলছেন না।তাছাড়া আদিবাসীদের ওপর যে নির্যাতন, ধর্ষণ হত্যা এবং অত্যাচার সেসকল বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর উচিত তা সমস্যার সমাধান করা |