উত্তরকাশী, ৯ আগস্ট (হি.স): যমুনোত্রী হাইওয়েতে বাসে পাথর পড়ে, মহারাষ্ট্রের মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি উত্তরাখণ্ডের যমুনোত্রীতে মহারাষ্ট্র থেকে তীর্থযাত্রী নিয়ে আসছিল।বাসের ওপর পাথর পড়ে এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক পুরুষ পুণ্যার্থী। তাঁকে দেহরাদুনের এক হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা বিপর্যয় অপারেশন কেন্দ্রের তরফে জানা গিয়েছে, জানকিচট্টি থেকে বারকোটের মধ্যবর্তী স্থান ডাবরকোটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন মহিলা পুণ্যার্থী সহ দুইজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের বারকোট নামক স্থানে আনা হলে মহিলা তীর্থযাত্রী পায়েলের মৃত্যু হয়।আহত কৃষ্ণা সিংকে দেহরাদুনে পাঠানো হয়েছে। বাসের যাত্রীরা যমুনোত্রী দর্শন করে ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।-
2023-08-09

