আগরতলা,৯ আগস্ট: আজ প্রজ্ঞাভবনের ১নং হলে সমস্ত সিডিপিও, ডিআইএসই, পিও (টিটিএএডিসি)-দের নিয়ে রাজ্য ভিত্তিক এক পর্যালোচনা সভার আয়োজন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।পাশাপাশি এই দিনের সভায় মিশন মুকুল নিয়েও আলোচনা হয়েছে।
এদিন তিনি বলেন, মিশন মুকুল প্রকল্পে এক একটি সরকারি বিদ্যালয়ের অধীন থাকবে তিনটি করে অঙ্গনওয়াড়ি সেন্টার। মানোন্নয়ন হবে পড়াশোনার।যাতে করে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পড়ানোর আগ্রহ বাড়ে অভিভাবকদের।সমাজিক অগ্রগতি এবং মানবসম্পদের যথাযথ বিকাশের মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা গড়তে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ

