মৃদু ভূকম্প মেঘালয়ে, দুবার মণিপুরে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ৯ আগস্ট (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপেছে মেঘালয় ও মণিপুর। আজ বুধবার প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প হয়েছে মণিপুরে। এদিন বিকাল ৪-টা ৮ মিনিট ৩১ সেকেন্ডে মণিপুরের তেংনউপালে সংঘটিত ভূকম্পের তীব্রতা ছিল ৩.৩। এর আগে বেলা ১-টা ২৩ মিনিট ৫৬ সেকেন্ডেও ৪.০ প্রাবল্যের ভূকম্পে কেঁপে উঠেছিল মণিপুরের চান্ডেল জেলা। এছাড়া আজই বেলা ১-টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে মেঘালয়ের রি-ভই জেলা ও পার্শ্ববর্তী অসমের জোড়াবাট এলাকায়। মেঘালয়ে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৩ ধরা পড়েছে। তবে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর কোনও এলাকা থেকে পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, মণিপুরে বিকাল ৪:৮:৩১টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল তেংনউপালের ২৪.৪৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩০ দ্রাঘিমাংশে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে ছিল।

অন্যদিকে মেঘালয়ের রি-ভই জেলায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ-পশ্চিং নংপোর ২৪ কিলোমিটার দূরে ২৩.৯৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৫ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৬১ কিলোমিটার গভীরে।

এছাড়া ১:২৩:৫৬টায় মণিপুরের চান্ডেলে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার ২৩.৯৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৫ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৬১ কিলোমিটার গভীরে ছিল, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি।