ভোপাল, ৮ আগস্ট (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার নবনির্মিত বন ভবনের উদ্বোধন করবেন। সূত্রের তরফে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকেল ৩টে নাগাদ ভোপালের তুলসী নগর, লিংক রোডে অবস্থিত নবনির্মিত বন ভবনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনমন্ত্রী ড. কুনওয়ার বিজয় শাহ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব জেএন কানসোটিয়াও। প্রধান বন সংরক্ষক ও বন বাহিনীর প্রধান রমেশ কুমার গুপ্ত জানান, ১৮০ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে ২ লক্ষ ৯১ হাজার বর্গফুটে বন ভবন নির্মাণ করা হয়েছে। এই বন ভবনে একটি ১০০ আসনের অডিটোরিয়াম, ৫০ আসনের হল তৈরি করা হয়েছে। তিনি জানান, এই ভবনে মোট ৩টি ব্লক রয়েছে। এ ব্লকে চতুর্থ তলা, সি-ব্লকে তৃতীয় তলা এবং ই- ব্লকে চতুর্থ তলা রয়েছে।