ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। দ্বিমুকুট বিজয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বালকদের রাজ্য আসরেও চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগেও ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছিল। চূড়ান্ত খেলায় আজ, সোমবার কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে ত্রিপুরা স্পোর্টস স্কুল দক্ষিন জেলার একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। রবিবার প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল নিজ নিজ প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। বিজয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুলের অধীন জমাতিয়া, খাচেন্দ্র রিয়াং ও বাংলারুল হালাম খেলার প্রথমার্ধেই পরপর তিনটি গোল করে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি স্ট্রাইকার অধীর জমাতিয়াকে পরপর দুটি হলুদ কার্ড দেখানোর পরিপ্রেক্ষিতে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরও করে দেন। পরবর্তী সময়ে ১০ জন খেললেও দক্ষিণ জেলার প্রতিনিধি একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল কোনও গোল পরিশোধ করতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি নন্দ নারায়ন জমাতিয়া।
2023-08-07