দেশের মাটিতে বিশ্বকাপ ট্রফি জিততে চাই’, বলছেন ভারত অধিনায়ক রোহিত

ওয়াশিংটন, ৭ আগস্ট (হি.স.): ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারত। এরপর কেটে গেছে ১২টা বছর। আর বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি টিম ইন্ডিয়ার। এ বার দীর্ঘ ১২ বছরের খরা কাটাতে মরিয়া রোহিতের ভারত।

এই মুহূর্তে নিজের একাডেমির কাজ দেখাশোনা করতে আমেরিকায় রয়েছেন রোহিত শর্মা। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘২০১১ সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল তখন আমি ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলাম না। ট্রফিটা সত্যিই দারুণ সুন্দর। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, এই ট্রফির সঙ্গে প্রচুর স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই আশা করছি এবার এই সুন্দর বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে আমরাও একটা দারুণ স্মৃতি তৈরি করতে পারব।’
সেই সঙ্গে রোহিত বলেছেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ। আমরা প্রচুর সমর্থন পাব। ১২ বছর পর যদি বিশ্বকাপ দেশে ফেরাতে পারি তাহলে সেটা দারুন ব্যাপার। ‘