আগরতলা, ৭ আগস্ট : টি এস আর ষষ্ঠ বাহিনীর সহকারী কমান্ডেন্টের মৃত্যুতে সংশ্লিষ্ট বাহিনীর সর্বস্তরের আধিকারিক ও জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ষষ্ঠ বাহিনীর সহকারী কমান্ডেন্ট হংসরাজ রিয়াং রবিবার কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও সন্তান সহ পরিবার পরিজনদের। প্রয়াত সহকারী কমান্ডেন্ট মারণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকালে প্রয়াত সহকারী কমান্ডেন্টের মরদেহ কলকাতা থেকে আগরতলা হয়ে পরে নিয়ে আসা হয় খোয়াইয়ের রামচন্দ্রঘাটস্থিত টিএসআর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তরে। এখানে বাহিনীর জওয়ান ও আধিকারিকেরা যথাযোগ্য মর্য্যাদায় প্রয়াত আধিকারিককে শোক সেলামী জানান।সামরিক কায়দায় এদিন শেষ বিদায় জানানো হয় প্রয়াত টিএসআর অফিসারকে। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন টিএসআর ষষ্ঠ বাহিনীর দায়িত্বে নিয়োজিত দ্বাদশ বাহিনীর কমান্ডেন্ট রনদ্বীপ দাস, তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা ও টিএসআর ষষ্ঠ বাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকেরা। মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সবাই। শোক সেলামী শেষে প্রয়াত অফিসারের মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের বাড়িতে। প্রয়াত অফিসারের মরদেহ বাড়িতে আসতেই সমস্ত এলাকাবাসীরা ভিড় জমান বাড়ীর সামনে। শোকস্তব্ধ প্রত্যেকেই।