ক্যানিং, ৭ আগস্ট (হি.স.) : এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম নাজির শেখ। রবিবার রাতে বারুইপুর থানার হাড়দহ এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
গত শুক্রবার সকালে ক্যানিংয়ের ঘোলা দোলতলা এলাকায় রিঙ্কু হালদার নামে এক তরুণী নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সেই ঘটনায় রিঙ্কুর পরিবারের সদস্যরা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ গ্রেফতার করে নাজিরকে। ধৃতকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।