আগ্রা, ৭ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের শাহগঞ্জ থানা এলাকায় শিব মন্দিরে পুজোর সময় মন্দির প্রাঙ্গণের নির্মিত কক্ষের ছাদ ধসে পড়ে। দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। পুলিশ ধ্বংসাবশেষ সরিয়ে তার নিচে চাপা পড়ে থাকা আহতদের হাসপাতালে নিয়ে যায়।
শ্রাবণ মাসের পঞ্চম সোমবার শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল। শাহগঞ্জ এলাকার রাধে ওয়ালী গালী শিব মন্দিরে পুজো করছিলেন ভক্তরা। এই মন্দির কমপ্লেক্সে নির্মিত বাড়ির ছাদ ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে বের করে আনতে শুরু করে। গুরুতর আহত পাঁচ মহিলা ও জ্যোতি নামের এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্টেশন ইনচার্জ জানান, আঞ্চলিক লোকজনের জিজ্ঞাসাবাদে জানা যায়, বৃষ্টির কারণে মন্দিরের ছাদ দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে এই ঘটনা ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

