জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

আগরতলা, ৭ আগস্ট : খোয়াই বৃন্দাবনঘাট এলাকায় রাস্তার পাশের জলের ট্যাংকি থেকে যুবকের মৃত্যদেহ উদ্ধার । ঘটনা সোমবার সকাল সাতটা নাগাদ খোয়াই থানাধীন বৃন্দাবনঘাটে। ঘটনার বিবরণে জানা যায়, বৃন্দাবনঘাটস্থিত খোয়াই তুলাশিখর রাস্তার পাশের রয়েছে এক জলের  ট্যাংক ।সকাল সাতটার নাগাদ ইটভাটার শ্রমিকরা জলের ট্যাঙ্কটির মধ্যে দেখতে পায় একটি মৃতদেহ পড়ে আছে। শ্রমিকরা সাথে সাথে খরব দেয় খোয়াই থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। মৃত ব্যক্তির নাম সন্তোষ গৌড়। বয়স ৩০ বছর। বাড়ি তুলাশিখরের পশ্চিম রাজনগর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্বার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। তবে পুলিশ এখনো প্রাথমিকভাবে কিছুই ধারণা করতে পারছে না কিভাবে মৃত্যু হয়েছে যুবকের। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ জানায়।মৃত লোকটি একসময় ইউ বি আই ইটভাটায় শ্রমিকের কাজ করতো।তবে এখন সেই কাজের সাথে সে যুক্ত নয় বলে জানা গেছে। প্রায় সময়েই সেচ প্রকল্পের ট্যাংকের আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতো সন্তোষ গৌড়। রবিবার রাতে ট্যাংকের পাশে মৃগীরোগের কারণে সংজ্ঞাহীন অবস্থায় ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এদিকে পরিবারের লখন্দের খবর দেওয়া হয় পুলিশি তরফে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।