আগরতলা, ৬ আগস্ট : জনগণের সুবিধার্থে পুর নিগমের ৮ নং ওয়ার্ড অফিসে আনুষ্ঠানিক ভাবে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর হিরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।এইদিন আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করে নিগমের মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরে এইটি দ্বিতীয় আধার সেবা কেন্দ্র। এই আধার সেবা কেন্দ্রে এলাকার লোকজন নতুন আধার কার্ড করতে পারবে এবং পুরাতন আধার কার্ডের সংশোধন করতে পারে। এই আধার সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে এলাকার লোকজনদের সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।”
2023-08-06

