অগণিত পণ্ডিত, নেতা ও স্বপ্নদর্শী তৈরি করে শিক্ষার কেন্দ্রস্থল হয়েছে মাদ্রাজ ইউনিভার্সিটি : রাষ্ট্রপতি

চেন্নাই, ৬ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ১৬৫-তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, অগণিত পণ্ডিত, নেতা ও স্বপ্নদর্শী তৈরি করে শিক্ষার কেন্দ্রস্থল হয়েছে মাদ্রাজ ইউনিভার্সিটি।

রবিবার মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ১৬৫-তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। এই অঞ্চলটি সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। সঙ্গম সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য ভারতের একটি মূল্যবান ঐতিহ্য। থিরুক্কুরালে সংরক্ষিত মহান জ্ঞান আমাদের সকলকে বহু শতাব্দী ধরে পথ দেখিয়ে আসছে।”
রাষ্ট্রপতি বলেছেন, “মাদ্রাজ বিশ্ববিদ্যালয় লিঙ্গ সমতার এক উজ্জ্বল উদাহরণ। মেয়েদের শিক্ষায় যোগদানের মাধ্যমে আমরা আমাদের দেশের অগ্রগতিতে যোগদান করছি। রাষ্ট্রপতির কথায়, ১৬৫ বছরেরও বেশি সময় ধরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদদের উচ্চ মান মেনে চলে, এমন পরিবেশ প্রদান করে যা বৌদ্ধিক কৌতূহল এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একটি সমৃদ্ধ ইতিহাস এবং গৌরবময় উত্তরাধিকার রয়েছে। এটা সত্যিই অত্যন্ত গর্বের বিষয় যে ভারতের ৬ জন প্রাক্তন রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *