কল্যাণপুরের দিনকাল ওয়েলফেয়ার সোসাইটি দশম বর্ষে পদার্পণ করল

আগরতলা, ৬ আগস্ট : কল্যাণপুরের দিনকাল ওয়েলফেয়ার সোসাইটি দশম বর্ষে পদার্পণ করল। এ উপলক্ষে সোসাইটির তরফ থেকে কল্যাণপুর প্রেসক্লাবের মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা সহ দশম বর্ষপূর্তি উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক কানাই শীল, কল্যাণপুর মার্চ্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন মজুমদার, কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার, সংস্থার সম্পাদক সজল দেব, সভাপতি অমলেন্দু দেবরায় প্রমুখ। অতিথিরা সম্মিলিতভাবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এই মহতী অনুষ্ঠানের অনুষ্ঠানিক শুভ সূচনা করেন। শুরুতেই সংস্থার সদস্য রাজীব ঘোষ স্বাগত ভাষণ রাখতে গিয়ে সীমিত পরিকাঠামোগত অবস্থার উপর দাঁড়িয়ে দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সংক্ষিপ্ত আকারে তুলে ধরার পাশাপাশি দাবি করেন আগামী দিনে সবার সহযোগিতায় সংস্থা সমাজের সার্বিক প্রয়োজনে পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ । এদিনের সভায় আলোচনা করতে গিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক সজল দেব উনার তথ্যভিত্তিক আলোচনার মধ্য দিয়ে জানান ২০১৩ খ্রীস্টাব্দে আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি পাওয়ার বহু আগে থেকেই সংস্থাটি মানুষের প্রয়োজনে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। তিনি আশাবাদী আগামী দিনে সরকার সহ সমস্ত অংশের সার্বিক সহযোগিতায় গোটা এলাকার মানুষের সবার ভরসার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাবে দিনকাল ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কানাই শীল, চন্দন মজুমদার, তাপস মালাকার প্রমুখরা নিজ নিজ আলোচনার মধ্য দিয়ে একদিকে যেমন সংশ্লিষ্ট সংস্থার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন পাশাপাশি সামাজিক প্রয়োজনে সবাই মিলে এগিয়ে চলার বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেছেন। বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে সবার মতামতের উপর ভিত্তি করে বিগত কমিটিকে ভেঙ্গে দিয়ে আগামী তিন বছরের জন্য নয় সদস্যক কার্যকরী কমিটি গঠন করা হয় এবং দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির গঠনগত পরিবর্তন সাধন করে এক্সিকিউটিভ ডিরেক্টর পদ তৈরি করা হয়েছে। সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নির্বাচিত কমিটির রূপরেখায় সজল দেব- এক্সিকিউটিভ ডিরেক্টর, অমলেন্দু দেবরায়- সভাপতি, রুমা দেবনাথ মজুমদার- সহ-সভানেত্রী, রাজীব ঘোষ- সম্পাদক , মিঠু দেবনাথ- সহ সম্পাদিকা, পার্থ বিশ্বাস- কোষাধক্ষ্য, দেবজিত দাস- সাংস্কৃতিক কমিটির কনভেনর মনোনীত হয়েছেন। এছাড়াও কার্যকরি কমিটির সদস্য হিসেবে রয়েছেন অভিজিৎ আচার্যী ,পাপ্পি পাল এবং শ্রীদাম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *