এক মহিলা নেশা কারবারি আটক, নেশা কারবারির বার বারন্তে চিন্তিত রজয়ের অভিভাবক মহল, সংকটে যুবসমাজ

আগরতলা, ৬ আগস্ট : নেশা কারবারে মহিলাদের অংশগ্রহণের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। নেশা কারবারিরা মহিলাদের এই ভয়ংকর প্রবণতায় যুক্ত করতে নানা কৌশল অবলম্বন করে চলেছে। গোপন সংবাদের ভিত্তিতে ড্রাগস সহ এক মহিলাকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। ধৃত মহিলার নাম লক্ষ্মী রানী দেবনাথ (৫০), বাড়ি আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকায়। রাজ্যে নেশার বাড় বাড়ন্ত কোন জায়গায় গিয়ে পৌছেছে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।

এদিকে নেশা কারবারীদের এই বারবাড়ন্তে রাজ্যের যুবসমাজ সংকটের মধ্যে রয়েছে। যাকে নিয়ে চিন্তিত রাজ্যের অভিভাবক মহল। প্রতিদিন রাতে বিভিন্ন জায়গা থেকে নেশা সামগ্রী উদ্ধার হলেও কোনভাবেই বন্ধ হচ্ছে না নেশার সাম্রাজ্য। প্রশাসন রাজ্যের নেশার কারবারে রাশ টানতে এক প্রকার অক্ষমতার পরিচয় দিচ্ছে। প্রতিদিন এত পরিমান নেশা সামগ্রী উদ্ধার হলেও কেন রাজ্যে নেশা কারবারের মূল মাস্টারমাইন্ড দের পাকড়াও করতে পারছে না পুলিশ সেটাই প্রশ্ন সচেতন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *