আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরা পুলিশ কমিশনের উদ্যোগে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে পুলিশের সাথে সাধারণ মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহবানে একদিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় জনতা- পুলিশের মধ্যে আরো নিবিড় সম্পর্কের উন্নতির উপর গুরুত্বারোপ করা হয়। সভায় ত্রিপুরা পুলিশ কমিশনের বিভিন্ন স্তরের আধিকারিকরা ছাড়াও প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্হানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা প্রমুখ। এদিনের সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন সমাজকে সঠিক পথে চালিত করতে ও সমাজের মধ্যে অপরাধের সংখ্যাকে কমিয়ে আনার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষকে আরো বেশি মাত্রায় সদর্থক ভূমিকা পালন করতে হবে। তিনি দাবি করেন বিগত সরকারের আমলে পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো না। কিন্তু বর্তমানে বিজেপি- আইপিএফটি জোট সরকার পুলিশকে অপরাধ দমনে যথেষ্ট স্বাধীনভাবে কাজ করার ছাড়পত্র দিয়েছে। তাই রাজ্যে অপরাধের সংখ্যাও নিম্নমুখী। আগামী দিনে যাতে সবাই নিজের নিজের মতো করে রাজ্যের স্বার্থে সমাজের স্বার্থে পুলিশের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতার মানসিকতায় এগিয়ে চলতে পারেন সেই বিষয়েও তিনি আবেদন রাখেন। ত্রিপুরা পুলিশ কমিশনের আধিকারিকরাও এই সময়ের মধ্যে সমাজের প্রয়োজনে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ককে বলিষ্ঠ করার আহ্বান রাখেন। বক্তব্য রাখতে গিয়ে কল্যানপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের আরো নিবিড় সম্পর্কের উন্নতির জন্য গুরুত্বারোপ করেন। তিনি বলেন পুলিশকে দুষ্ঠ লোক যেমন ভয় পাবে তেমনি ভালো মানুষ আপন করে নিতে হবে। জনতা পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টি হলে সমাজের উন্নয়ন কোনো ভাবেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের স্বার্থে পুলিশ প্রশাসনকেই দায়িত্বের সাথে জনতার কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে ত্রিপুরা পুলিশ কমিশন আয়োজিত আজকের এই সচেতনতামূলক এবং সার্বিক প্রয়োজনীয় সভা ঘিরে উপস্থিত হল ভর্তি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভাব পরিলক্ষিত হয়।
2023-08-06