হিমাচলের লাহৌল ও স্পিতিতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, আহত আরও দু’জন

শিমলা, ৬ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে লাহৌল ও স্পিতি জেলার লিংটি কাজা গ্রামে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন আরও দু’জন।

মৃতদের নাম-তাশি চেরিং (৫৭), ধরম সিং (৪৫) এবং লক্ষ্মণ গারথি৷ পুলিশ জানিয়েছে, সকলেই নেপালের বাসিন্দা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে হতাহতদের পরিজনকে খবর দেওয়া হচ্ছে।