করিমগঞ্জ জেলার সার্কেল অফিস ও ব্লক ডেভেলপমেন্ট অফিসগুলিতে আধার এনরোলমেন্ট সেন্টার


করিমগঞ্জ (অসম) ৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলায় আধার এনরোলমেন্ট প্রক্রিয়া সমাপ্ত করায় গতি প্রদান করতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভের ব্যবস্থা সুচারু রূপে প্রদান করতে, জেলার সার্কেল অফিস ও বিডিও অফিসগুলিতে আধার এনরোলমেন্ট সেন্টারের ব্যাবস্থা করা হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্তের এক আদেশে জানানো হয়েছে, এই আধার এনরোলমেন্ট কেন্দ্রগুলিতে জনগণ বিশেষভাবে চা বাগানের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আধার এনরোলমেন্টের জন্য এই কেন্দ্রগুলি খোলা হয়েছে।

এতে করিমগঞ্জ সদর সার্কেল অফিস, নিলামবাজার সার্কেল অফিস, পাথারকান্দি সার্কেল অফিস, রামকৃষ্ণনগর সার্কেল অফিস এবং বদরপুর সার্কেল অফিসে আধার এনরোলমেন্ট কেন্দ্রের ব্যাবস্থা করা হয়েছে। পাশাপাশি, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি, রামকৃষ্ণ নগর, দুল্লভছড়া ও বদরপুর মহাকল ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কার্যালয়ে এই আধার এনরোলমেন্ট কেন্দ্র গুলি কার্যকরী থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *