আগরতলা,৫ আগস্ট: ত্রিপুরা অর্থোপেডিক সোসাইটি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন পশ্চিম ত্রিপুরা শাখা এবং রামঠাকুর কলেজ আগরতলায় ৪ ঠা আগস্ট ২০২৩ তারিখে “বোন এন্ড জয়েন্ট ডে” উদযাপন করেছে। এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক “বেসিক লাইফ সাপোর্ট” কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের অধীনে এই প্রোগ্রামটি পরিচালনা ক
এই কর্মসূচির উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেওয়া যে কীভাবে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মৌলিক জীবন সহায়তা করতে হয়। দৈনন্দিন জীবনে, আমরা দেখতে পাই যে কোনও সড়ক দুর্ঘটনার পরে মানুষ বেসিক লাইফ সাপোর্ট করার পরিবর্তে ভিকটিমদের ছবি এবং ভিডিও তোলায় ব্যস্ত হয়ে পড়ে। আহতদের ৮০% হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
আমরা সাধারণ জনগণকে বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে শেখাতে চাই যাতে তারা চিকিৎসা সহায়তা বা অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত বেসিক লাইফ সাপোর্ট করে সড়ক দুর্ঘটনায় শিকার সাধারণ মানুষকে সাহায্য করতে পারে। এমনটাই জানান ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সচিব ডা. রাজীব দেবনাথ।