ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।মহিলা লিগ ট্রফি কার দখলে? নির্ধারন হবে আগামীকাল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার বিকেল পৌনে ৪ টায় খেতাব দখলের লড়াইয়ে মাঠে নামবে জম্পুইজলা প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। সুপার লিগে ২ ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট ৬ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ৪। ফলে আজ পয়েন্ট ভাগ করতে পারলেই খেতাব জয় করে নেবেন বুদ্ধ দেববর্মা-র জম্পুইজলা প্লে সেন্টার। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ত্রিপুরা স্পোর্টস স্কুল। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল জম্পুইজলা কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও ত্রিপুরা স্পোর্টস স্কুল পুরো পয়েন্টের জন্য ঝাপাবে। কল্পনা দেববর্মার নেয়েরা প্রস্তুত নিজেদের সেরাটা দিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে শীর্ষ স্থানে নিয়ে যেতে। এদিন সকালে অনুশীলন শেষে জম্পুইজলা প্লে সেন্টারের কোচ বুদ্ধ দেববর্মা স্পষ্টভাবেই জানান, ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আমার মেয়েরা। গ্রুপ লিগের পরাজয়ের বদলা নেওয়ার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন করানো মেয়েদের একমাত্র লক্ষ্য। অপরদিকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সামনে ‘ডু অর ডাই’ ম্যাচ এটি। জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই শ্রেয়া দেব-দের সামনে। কোচ কল্পনা দেববর্মা বলেন,”মেয়েরা জানে ওই ম্যাচের গুরুত্ব। সবাই নিজেদের সেরাটা দিয়ে দলকে শীর্ষ আসনে বসাতে বদ্ধপরিকর। আশাকরি হতাশ করবে না মেয়েরা”।
2023-08-05