হাথরাস, ৫ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের হাথরাস জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন পুণ্যার্থী। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শুক্রবার রাতে হাথরাসে একটি ট্রাক্টর-ট্রলি ও কন্টেনার ট্রাকের মধ্যে জোরদার সংঘর্ষ হয়। গোবর্ধন পরিক্রমায় যাচ্ছিলেন পুণ্যার্থীরা। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হাথরাস জেলার সহপউ থানা এলাকায় জন। শুক্রবার রাতে হাথরাসে একটি ট্রাক্টর-ট্রলি ও কন্টেনার ট্রাকের মধ্যে জোরালো সংঘর্ষ হয়। সাহাবাদ-জলেসর সড়কের ওপর নলগা ব্রাহ্মণের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক্টর-ট্রলিতে চেপে মথুরায় যাচ্ছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টর-ট্রলিতে কমপক্ষে ২৫ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।