নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিন আর্জির শুনানি চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারি নীতিতে অনিয়ম সংক্রান্ত ইডি-র মামলায় সেপ্টেম্বর মাস পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আবেদনের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের।
সিসোদিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করেছে ইডি, শুক্রবার ইডি-র অতিরিক্ত সময় দিয়েছে শীর্ষ আদালত। সিসোদিয়ার জামিনের আবেদনের বিষয়ে ইডি-র কাছ থেকে জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত।

