কলকাতা, ৪ আগস্ট (হি. স.) : নদীয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রানাঘাটের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, গত সাত-আট দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার এখানে মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে। এই নিয়ে গত ২২ দিনে পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনেরও বেশি হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজ্য বিধানসভায় স্বীকার করেছেন, রাজ্যে ৪,০০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।