পুর নিগম এলাকায় ডেঙ্গু কে রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করছে আগরতলা পুর নিগম – মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৪ আগস্ট : আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা গ্রহন করছে পুর নিগম। শুক্রবার সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 

রাজ্যে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। গত কয়েকদিনে ডেঙ্গু সোনামুড়া মহকুমার ধনপুরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এছাড়াও গত  দু একদিনের মধ্যে ডেঙ্গু প্রভাব ফেলেছে অন্যান্য মহকুমায়। তবে এখন পর্যন্ত সরকারিভাবে আগরতলা পুর নিগম এলাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার কোনো খবর নেই।

তারপরও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সি.এম.ও -র সাথে কথা বলে শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটরদের সাথে বৈঠক করেছেন। মেয়র জানিয়েছেন, আগরতলা পুর নিগম এলাকায় যাতে ডেঙ্গুর প্রভাব না পড়ে তার জন্য প্রতি ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে মানুষকে সচেতন করা হবে। এবং মানুষকে অবগত করা হবে কিভাবে ডেঙ্গু হতে পারে এবং তা কীভাবে প্রতিরোধ করা যায়। কারণ সচেতন থাকলে এই রোগ এড়ানো সম্ভব হবে বলে মনে হচ্ছে নিগম কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *