ব্লাড মাউথ: ৪
স্পোর্টস স্কুল: ১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।। ব্লাড মাউথ ক্লাবের প্রত্যাশিত জয়। হারিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ের সুবাদে ৩ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষেও উঠে এসেছে। তবে নিশ্চিত যে বিষয়টা হলো, তা হচ্ছে এবারকার বি ডিভিশন ফুটবল আসরে নিজেদের রানার্স খেতাব নিশ্চিত করে নিয়েছে ব্লাড মাউথ ক্লাব। পাশাপাশি আগামী বছর প্রথম ডিভিশনে খেলারও যোগ্যতা অর্জন করে নিয়েছে। সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় এবং একটিতে ড্র রাখার সুবাদে ১৯ পয়েন্ট পেয়ে অপরাজেয় ভাবে ব্লাড মাউথ ক্লাব পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার নাইন বুলেটস এখন শুধু সময়ের অপেক্ষায় । আগামীকাল লীগের অন্তিম ম্যাচে নাইন বুলেটসের খেলা হবে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বলতর দল নবোদয় সংঘের বিরুদ্ধে। নবোদয় সংঘ এ পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে কোনও খেলায় জয়ের হাতছানি পায়নি। তবে মাঠের খেলা সম্পর্কে কিছু বলা যায় না। অন্ততপক্ষে ন্যূনতম গোলে জয় পেলেই নাইন বুলেটস চ্যাম্পিয়ন শিরোপা পাবে। তবে অপ্রত্যাশিতভাবে ড্র বা পরাজয়ের মতো কোনও অঘটন ঘটে গেলে কার্যত ব্লাড মাউথের সোনায় সোহাগা হবে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন লিগ ফুটবলের ২৭ তম খেলায় আজ ব্লাড মাউথ ক্লাব চার-এক গোলের ব্যবধানে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করেছে প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার প্রথমার্ধে ১৭ মিনিটের মাথায় একমাত্র গোল অমিত জমাতিয়ার পা থেকে। দ্বিতীয়ার্ধের খেলায় ৬১ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের হয়ে লিয়ান মুইয়া ডার্লং একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি । খেলার শেষ পর্যায়ে পর পর দুই মিনিটে ফিয়াম সানাথৈ ও মনোজিৎ সিং বড়ুয়া পরপর দুটি গোল করে। পরবর্তী মিনিটে ফিয়াম আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান চার-এক হয়। এদিকে খেলার দুই অর্ধে দুই দলের চারজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারী তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, পল্লব চক্রবর্তী ও তপন কুমার দেবনাথ। দিনের খেলা নাইন বুলেটস বনাম নবোদয় সংঘ, বিকেল ৪ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।