চন্দ্রকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবলআসর শুরু ৫ই, এন্ট্রি নিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।।লটারি ক্লাবের উদ্যোগে এবং চন্দ্রকান্ত ট্রাস্টের সহযোগিতায় আগামী ৫ই আগস্ট থেকে শুরু হচ্ছে পঞ্চম চন্দ্রকান্ত ফাইভ এ সাইট ফুটবল প্রতিযোগিতা। চলবে ৬ ই আগস্ট পর্যন্ত। নেপালি বস্তি মাঠে অনুষ্ঠিত দুদিনের এই আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক দল গুলিকে আগামী ৩রা আগস্ট এর মধ্যে ৫০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করবার জন্য আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। দুদিনের এই আসরে চ্যাম্পিয়ন দলকে১০০০০ টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানার্স দলকে ৫০০০ টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হবে। আসরে কোন দলের ফুটবলারই খালি পায়ে অংশগ্রহণ করতে পারবেন না। আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলোকে আগামী ৩রা অগাস্টের মধ্যে মদন ছেত্রী (নেপালি বস্তি), সুবল গোয়ালা (নেপালি বস্তি), এবং হরি শর্মা (মেলার মাঠ, ৭৬৪০৯৪৯৮৯৩) এই নম্বরে যোগাযোগ করে নাম নথিভূক্ত করবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আয়োজক কমিটির কনভেনার অনিল চন্দ্র দেবনাথ এক প্রেস বিবৃতিতে এ সংবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *