জমি সংক্রান্ত বিবাদের জেরে মহিলার মাথায় দায়ের কোপ, মামলা নিচ্ছে না বিশালগড় থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণ না করার গুরুত্ব অভিযোগ উঠেছে৷ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের হাতে আক্রান্ত হয়ে বৌদি হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ মামলা গ্রহণ করছে না৷ সন্ত্রাস, চুরি এবং রাহাজানি ক্রমাগত বৃদ্ধিতে পুলিশ প্রশাসন মুখ ঢাকতে ইতিমধ্যে বদলি করা হয়েছে বিশালগড় থানার ওসি বাদল সাহাকে৷ নতুন ওসি হিসেবে যোগদান পড়লেও মানুষ সুবিচার থেকে বঞ্চিত৷ টাকা পয়সা না থাকলে গরিবের বিচার নেই বিশালগড় থানায়৷ জানা যায় বিশালগড় থানার অন্তর্গত কদমতলী এলাকার  ৫নং ওয়ার্ডের হতদরিদ্র দিনমজুর জাকির হোসেনের স্ত্রীকে তার দেবর লিটন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে৷ তার কারণ লিটন মিয়ার কথামতো তাদের পিতৃ সম্পত্তি ভাগ করতে হবে এ নিয়ে নিজের বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে অভিযুক্ত লিটন মিয়া৷ ঘটনা গত শুক্রবার সন্ধ্যায়৷ ঐদিন অভিযুক্ত লিটন মিয়া ধারালো অস্ত্র নিয়ে জাকির হোসেনকে মারার জন্য তার বাড়িতে গেলে জাকির হোসেনের স্ত্রী পারভিন আক্তার স্বামীকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ালে লিটন মিয়া ধারালো বছর দিয়ে পারভিন আক্তারের মাথায় আঘাত করে৷ রক্তাক্ত হয়ে পারভিন আক্তার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে৷ পরে রক্তাক্ত অবস্থায় পারভিন আক্তারকে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনার পর জাকির হোসেন অভিযুক্ত লিটন মিয়ার বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত আকারে মামলা দায়ের করে৷ বর্তমানে পারভিন আক্তার জিবি হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন মিয়া অর্থের বাহাদুরি দেখাতে শুরু করেছে৷ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এত বড় একটি ঘটনা ঘটার পরেও  থানায় মামলা দায়ের করার পরেও বিশালগড় থানার পুলিশ মামলা হাতে নেয়নি এবং অভিযুক্তের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ গত দুইদিন সহ রবিবার পর্যন্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে জাকির হোসেন বিশালগড় থানার দরজায় দরজায় ঘুরছেন৷ কিন্তু বিশালগড় থানার পুলিশ  জাকির হোসেনকে মামলা নথিভূক্ত করার কোন প্রতিলিপি দেয়নি৷ সুবিচার পাওয়ার আশ্বাসও দেয়নি৷ পরে হতাশ হয়ে জাকির হোসেন বিশালগড় থানার সামনে সাংবাদিকদের  মুখোমুখি হয়ে বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে তীব্র খুব প্রকাশ করেছেন৷ তিনি জানিয়েছেন মামলা করার দুইদিন অতিক্রান্ত হওয়ার পরেও বিশালগড় থানার পুলিশ  মামলা হাতে নেয়নি এবং অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি৷ তাই জাকির হোসেন এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাজ্য প্রশাসন এবং  মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আর্জি জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *