নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : দিল্লির নাংলোইয়ের উদ্যোগ নগরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় পুলিশের সঙ্গে ১৬টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই। বর্তমানে পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।
দমকল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জে-১০ শিল্প নগরে অবস্থিত একটি কারখানায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই একের পর এক দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে দমকল কুলিংয়ের কাজ করছে।